হিরো মোটরসাইকেল দাম বাংলাদেশ
বর্তমানে মোটরসাইকেল পছন্দ করেন না এমন ছেলে নাই। বর্তমানে অধিকাংশ ছেলেরাই কোন না কোন কোম্পানির মোটরসাইকেল ব্যবহার করেন। কিন্তু অনেকেই কোন মোটরসাইকেলের কত দাম সে সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাই আমাদের আজকের এই পোস্টের আলোচ্য বিষয় হলো হিরো মোটরসাইকেল দাম বাংলাদেশ।
আমরা আজ এই পোস্টে আলোচনা করব হিরো মোটরসাইকেল দাম বাংলাদেশ, হিরো হোন্ডা স্প্লেন্ডার এর দাম কত, টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, কোন কোম্পানির বাইক ভালো, লং ড্রাইভের জন্য কোন বাইক ভালো, ভালো বাইক চেনার উপায়, বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত বাইক।
হিরো মোটরসাইকেল দাম বাংলাদেশ
হিরো মোটরসাইকেলের নাম |
মূল্য তালিকা |
---|---|
Hero Maestro EDGE 110 XTEC |
১,৭৫,০০০ টাকা |
Hero Ignitor XTEC 125 |
১,৬০,০০০ টাকা |
Hero Pleasure |
১,৫২,০০০ টাকা |
Hero Passion Xpro Xtec |
১,৪৫,০০০ টাকা |
Hero Ignitor 125 Techno |
১,৪৫,০০০ টাকা |
Hero Glamour BS4 |
১,৩৬,৫০০ টাকা |
Hero Passion Xpro i3S |
১,৩২,০০০ টাকা |
Hero Glamour BS3 IBS |
১,২৫,০০০ টাকা |
Hero Splendor Plus (Special Edition) | ১,২১,০০০ টাকা |
Hero Splendor Plus I3s IBS |
১,২০,০০০ টাকা |
Hero Splendor iSmart Plus |
১,২০,০০০ টাকা |
Hero Splendor Plus |
১,১৭,০০০ টাকা |
Hero Passion Xpro Drum |
১,০৭,০০০ টাকা |
Hero HF Deluxe |
১,০৬,০০০ টাকা |
Hero Thriller 160R 4V Bike |
২,৫৪,৯৯০ টাকা |
হিরো হোন্ডা স্প্লেন্ডার এর দাম কত
টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ
বর্তমান বর্তমানে সব থেকে বেশি বিক্রয়কৃত কোম্পানির বাইক হল টিভিএস কোম্পানির বাইক। অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে টিভিএস বাইক। নিচে কয়েকটি টিভিএস বাইকের মডেলের নাম সহ দাম দেওয়া হলঃ
টিভিএস মোটরসাইকেলের নাম |
মূল্য তালিকা |
---|---|
TVS Ntorq 125 |
২,০৪,৯০০ টাকা |
TVS Apache RTR 160 4V Fi |
১,৭৪,৯৯৯ টাকা |
TVS Rockz 12 |
১,৫৩,৯০০ টাকা |
New TVS Apache RTR 160 4V (Single Channel ABS) |
২,২৭,৯০০ টাকা |
New TVS Apache RTR 160 4V |
২,১৯,৯০০ টাকা |
TVS Apache RTR 160 2V ABS |
১,৯৫,০০০ টাকা |
TVS Wego |
১,৬৫,০০০ টাকা |
TVS Raider 125 |
১,৬৯,০০০ টাকা |
TVS Apache RTR 160 2v Refresh |
১,৯৯,৯০০ টাকা |
TVS Apache RTR 160 2V |
১,৮৯,৯০০ টাকা |
TVS Stryker 125 |
১,৪৫,০০০ টাকা |
TVS Max Semi Trail 125 |
১,২৭,৯০০ টাকা |
TVS Metro Plus | ১,২৫,০০০ টাকা |
কোন কোম্পানির বাইক ভালো
বর্তমান মার্কেটে বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল বা বাইক পাওয়া যায়। তবে এর মধ্যে প্রথম সারির কয়েকটি মোটরসাইকেল কোম্পানি এর মোটরসাইকেল ভালোর তালিকায় শীর্ষে রয়েছে। এরমধ্যে টিভিএস, হিরো, সুজুকি, বাজাজ, হোন্ডা, রানার এই কোম্পানির মোটরসাইকেল গুলো ভালো।
লং ড্রাইভের জন্য কোন বাইক ভালো
বর্তমানে অনেক ছেলেদের লং ট্যুরে যাওয়ার ইচ্ছা থাকে। কিন্তু সব কোম্পানির মোটরসাইকেল লং ট্যুরে যাওয়ার জন্য উপযোগী নয় । তবে এর মধ্যে সুজুকি, টিভিএস, হোন্ডা, বাজাজ কোম্পানির মোটরসাইকেল লং ট্যুরে যাওয়ার জন্য উপযোগী বা ভালো ।
ভালো বাইক চেনার উপায়
অনেক সময় ভালবাসি চেনার উপায় জানা না থাকার কারণে বাইক কেনার সময় অনেকেই বিভ্রান্তিতে পড়েন। নিচে কয়েকটি উপায় দেওয়া হলো যে উপায়গুলো বাইক কেনার সময় দেখে নিলে অনায়াসে একটি ভালো বাইক কেনা যায়।
১.বাইক কেনার আগে অবশ্যই বাইকের ব্রান্ড বা কোম্পানি নির্বাচন করতে হবে। একটি ভালো মানের বাইক পেতে হলে অবশ্যই ভালো মানের কোম্পানির বাইক কিনতে হবে।
২.বাইক কেনার আগে অবশ্যই বাইকে তেল খরচ বেশি হয় না কম হয় বা কোন মডেলের বাইক কিনতে চান সেই মডেল সম্পর্কে যাচাই করে বাইক কিনতে হবে।
৩.বাইক কেনার আগে অবশ্যই বাইকের কাগজপত্র যাচাই করে কিনতে হবে।
৪.বাইক কেনার সময় সবথেকে বেশি জরুরী বাইকের ওজন। কারণ অতিরিক্ত ওজন বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তাই ওজন কম দেখে বাইক কিনতে হবে।
৫.বাইক কেনার আগে বাইকের দাম যাচাই করে কিনতে হবে।