নেবুলাইজার মেশিনের দাম কত ২০২৫
বর্তমানে প্রায় ছোট থেকে বড় সবারই ফুসফুসে বিভিন্ন ধরনের সমস্যা, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো দেখা দেওয়ার কারণে নেবুলাইজার নিতে হয় । তবে অনেকেই এই নেবুলাইজার সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নেবুলাইজার নিতে চায় না। তাই আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা নেবুলাইজার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।
আমাদের আজকের এই পোস্টের আলোচ্য বিষয় হলো নেবুলাইজার মেশিনের দাম কত ২০২৫, লেবুলাইজার কি, নেবুলাইজার দিনে কতবার দেওয়া যায়,কত ঘন্টা পর পর নেবুলাইজ করা যায়, নেবুলাইজার দেওয়ার নিয়ম,নেবুলাইজার এর ঔষধ এর পরিমাণ, নেবুলাইজার এর ঔষধ এর নাম, নেবুলাইজার এর ঔষধ এর দাম, নেবুলাইজার এর অপকারিতা।
নেবুলাইজার মেশিনের দাম কত ২০২৫
বাজারে মূলত তিন ধরনের নেবুলাইজার মেশিন পাওয়া যায়।
১.কম্প্রেশন নেবুলাইজার-এই নেবুলাইজার সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করা হয়।
২.আল্ট্রাসনিক নেবুলাইজার -এই নেবুলাইজারটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা ঔষধ কে তরল কথায় পরিণত করে শরীরের মধ্যে প্রবেশ করানো হয়।এই নেবুলাইজার অন্য সব নেবুলাইজার অপেক্ষা উন্নত বা আধুনিক।
৩.মেস নেবুলাইজার- এই নেবুলাইজার টি হল সহজে ব্যবহারযোগ্য নেবুলাইজার। এই নেবুলাইজার ছোট হওয়ায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।
অনেকেই নেবুলাইজার মেশিন কেনার সময় বুঝতে পারেন না যে কোন মেশিনটা ভালো হবে এবং কোন মেশিনের দাম কত টাকা। নিচে নেবুলাইজার মেশিনের দাম ২০২৫ সালে কত হতে পারে তার একটা তালিকা দেওয়া হলোঃ
মেশিনের নাম | মূল্য তালিকা |
---|---|
Getwell Compressor Nebulizer Machine | ২৮০০ |
Omron NE-C28P Best Kids Nebulizer Compressor Machine | ৮০০০ |
NTI Nippon NTI-003 Medical Compressor Nebulizer | ২৫০০ |
Leven Portable Compressor Nebulizer | ২৫০০ |
Easy Compressor Nebulizer Machine | ২৫০০ |
Promixco Pro-N235 Durable Piston Compressor Nebulizer | ২৫০০ |
Nebulizer Beurer IH 18 Compressor | ৩৮০০ |
Omron NE-C28 CompAir Compressor Nebulizer | ৫৫০০ |
Life Care Family Nebulizer Compressor Original | ২৫০০ |
Mesh Nebulizer Beurer IH-50 Portable | ১০৭০০ |
Mesh Nebulizer Beurer SY-308 Portable | ৭০০ |
YM-252 Handheld Mesh Nebulizer | ২৫০০ |
JSL-W302 Portable Mesh Nebulizer | ১৬০০ |
লেবুলাইজার কি
নেবুলাইজার হল এমন একটি যন্ত্র বা মেশিন যার মাধ্যমে ঔষধ তরল বা বাষ্প আকারে শরীরে সরবরাহ করা হয়।সাধারণত দীর্ঘস্থায়ী হাঁপানি শ্বাসকষ্ট বা ফুসফুসে সমস্যা জনিত রোগীদের শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা দূর করার জন্য নেবুলাইজার ব্যবহার করা হয়।
নেবুলাইজার দিনে কতবার দেওয়া যায়
নেবুলাইজার দিনে একবার বা দুইবার দেওয়া যায়। তবে নেবুলাইজার দেওয়ার আগে অবশ্যই চিকিৎসাকে শরণাপন্ন হওয়া উচিত। কারণ রোগের মাত্রা অনুযায়ী চিকিৎসক নেবুলাইজার দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
কত ঘন্টা পর পর নেবুলাইজ করা যায়
নেবুলাইজার রোগের মাত্রা অনুযায়ী দিনে একবার বা দিনে দুইবার ব্যবহার করা যায়। তবে নেবুলাইজার ১২ ঘণ্টা অন্তর ব্যবহার করা যায়।যদি হাঁপানি শ্বাসকষ্ট বা ফুসফুসে সমস্যা বেশি হয় তাহলে চিকিৎসক ১২ ঘন্টা পর পর নেবুলাইজার দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
নেবুলাইজার দেওয়ার নিয়ম
অনেক সময় সঠিকভাবে নেবুলাইজার দেয়ার নিয়ম না জানার কারণে সঠিক পরিমাণ ওষুধ শরীরের প্রবেশ করতে পারে না বাইরে বের হয়ে যায়। তাই নিতে নেবুলাইজার করার সঠিক নিয়ম দেওয়া হলঃ
- প্রাথমিক পর্যায়ে রোগীকে আরামদায়ক পজিশনে বসাতে হবে বা শোয়াতে হবে। রোগী যেভাবে নেবুলাইজার নিতে আরামদায়ক বোধ করেন সেভাবে রোগীকে রাখতে হবে।
- মেশিনের অংশগুলো একসাথে জোড়া লাগাতে হবে।
- সঠিক অনুপাতে ঔষধ মেশাতে হবে যেমন-২৩ মিলি পানির সঙ্গে ৫-১ সালবিউটামল সলিউশন এবং প্রয়োজন মত বা ৫ মিলি ইপ্রাট্রোসিয়াম সলিউশন মেশাতে হবে।
- এরপর মুখে মাস্ক ভালোভাবে পরিধান করতে হবে।
- এরপর নেবুলাইজার মেশিনের সুইচ অন করতে হবে।
- এরপরে ধীরে ধীরে লম্বা শ্বাসের মাধ্যমে কুয়াশার মতো তরল ঔষধকে শরীরের ভিতরে টেনে নিতে হবে।
- এবং সর্বশেষ ১০ থেকে ১৫ মিনিট নেবুলাইজ করতে হবে।
নেবুলাইজার এর ঔষধ এর পরিমাণ
প্রত্যেকবার নেবুলাইজার করার সময় ঔষধের পরিমাণটা সঠিক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতি স্প্রেতে ২৩ মিলি পানির সঙ্গে ৫-১ সালবিউটামল সলিউশন এবং প্রয়োজন মত বা ৫ মিলি ইপ্রাট্রোসিয়াম সলিউশন ব্যবহার করতে হবে।
নেবুলাইজার এর ঔষধ এর নাম
বাজারে বিভিন্ন কোম্পানির নেবুলাইজার ঔষধ রয়েছে। তার মধ্যে নিচে কয়েকটি ঔষধের নাম দেওয়া হলোঃ
- Budicort 0.5 mg
- Windel Plus 2.5 mg
- Ipsavent 2.5 mg
- Iprex 250 ml
- Nebzmart 0.5 mg
নেবুলাইজার এর ঔষধ এর দাম
বিভিন্ন কোম্পানির নেবুলাইজার ওষুধ বাজারে পাওয়া যায়। প্রায় সব ঔষধের দাম একই। প্রতি এম্পুল ঔষধের দাম ২৫ টাকা এবং প্রতি বক্স ঔষধের দাম ৪৫০ টাকা
নেবুলাইজার এর অপকারিতা
অনেকেই মনে করেন নেবুলাইজার দেওয়ার অনেক অপকারিতা রয়েছে। যার কারণে নেবুলাইজার দিতে চাই না। তবে নেবুলাইজার নেওয়ার পর অনেকের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এতে ভয় পাওয়ার কোন কারণ নাই। শরীরে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিচে দেওয়া হলঃ
১.নেবুলাইজার ব্যবহার করার পরে অনেকের শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। এতে ভয় করার কোন কারণ নাই। কারণ নেবুলাইজার দেয়ার কারণে শ্বাসনালী ঘন ঘন সংকুচিত হয়। যার ফলে শ্বাসকষ্ট বেড়ে যায়। কিছুক্ষন পরে তা ঠিক হয়ে যায়।
২.যেসব রোগীদের চোখে সমস্যা আছে তাদের চোখে ব্যথা হতে পারে। কারণ নেবুলাইজারের মধ্যে ইপ্রাট্রোসিয়াম সলিউশন থাকে। যার কারণে চোখে ব্যথা অনুভূত হয়।
৩.দীর্ঘদিন যাবত নেবুলাইজার ব্যবহার করলে অন্ডকোষে বা প্রোস্টেট এ সমস্যা দেখা দিতে পারে।
৪.দীর্ঘদিন যাবত নেবুলাইজার ব্যবহার করলে শরীরে পটাশিয়াম এর মাত্রা কমে যেতে পারে ।
৫.হরমোন জনিত সমস্যা থাকলে নেবুলাইজারের কারণে মুখে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা রাশ দেখা দিতে পারে।
৬.অতিরিক্ত ধূমপান করলে নেবুলাইজার দেওয়ার সময় অনেকের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে।
৭.এছাড়াও নেবুলাইজার যদি সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা না হয় তাহলে দীর্ঘদিন যাবত ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে।
সর্বোপরি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা নেবুলাইজার মেশিন সম্পর্কে বা নেবুলাইজার দেওয়ার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তবে নেবুলাইজার দীর্ঘমেয়াদী দেওয়া থেকে বিরত থাকা উত্তম।