দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ

 দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ


দাঁত আমাদের শরীরের খুব সেনসিটিভ একটি অঙ্গ। ছোট বড় কমবেশি প্রায় সবারই দাঁতের কোন না কোন সমস্যা দেখা দেয়।  তাই আমাদের আজকের এই পোস্টের আলোচ্য বিষয় হলো দাঁতের রোগ সমূহ, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগের নাম কি, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ, দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঘরোয়া উপায়, দাঁতের মাড়িতে ক্যান্সারের লক্ষণ,দাঁতের মাড়ি ক্ষয় হয় কেন,দাঁতের মাড়ি ক্ষয় রোধে করণীয়,দাঁতের মাড়ি শক্ত করার উপায় এবং দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ।


দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ


আমরা আজ এই পোস্টে আলোচনা করব দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ



দাঁতের রোগ সমূহ


দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোকে দাঁতের বিভিন্ন ধরনের রোগ বলা হয়। নিচে রোগগুলোর নাম দেওয়া হলঃ


১.দাঁতের ক্ষয় জনিত রোগ।


২.দাঁতের প্রদাহ জনিত রোগ।


৩.মাড়ির প্রদাহ জনিত রোগ। 


৪.দাঁতের মাড়ি ফোলা বা মাড়ি থেকে রক্তপাত হওয়া।


৫.দাঁত ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়া।


৬.দাঁতের মাড়িতে ব্যথা হওয়া।


৭.দাঁত শিরশির করা।


৮.দাঁতের গহ্বর ইনফেকশন বা রুট ইনফেকশন।



দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগের নাম কি


বর্তমানে অনেকেই জানেনা যে দাঁত থেকে রক্ত পড়া একটি রোগের লক্ষণ। এটি দাঁতের পেরিওডেন্টাল ডিজিজ রোগের লক্ষণ। 



দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ


১.পেরিওডেন্টাল ডিজিজ রোগে আক্রান্ত হলে দাঁত থেকে রক্ত পড়ে।

২.মাড়ির প্রদাহ জনিত কারণে তার থেকে রক্ত পড়তে পারে।

৩.দাঁতের মাড়িতে প্লাক জামার কারণে তার থেকে রক্ত পড়তে পারে।

৪.দাঁতের মাড়ি খোলা থাকার কারণে অনেক সময় শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করলে বা শক্ত কোন জিনিস খেলে দাঁত থেকে রক্ত পড়তে পারে। 

৫.শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে তার থেকে রক্ত পড়তে পারে।

৬.ব্লাড ক্যান্সারের সমস্যা দেখা দিলে তার থেকে রক্ত পড়তে পারে।

৭.অনেকের ক্ষেত্রে লিভারের সমস্যা দেখা দিলেও দাঁত থেকে রক্ত পড়তে পারে।




দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঘরোয়া উপায়



দাঁত থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিলে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে দাঁত থেকে রক্ত পড়া কিছুটা প্রতিরোধ করা যেতে পারে।

১.দাঁত থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিলে হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করলে দাঁত থেকে রক্ত পড়া কমে যেতে পারে।

২.দাঁত থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিলে কোন ভালো ব্র্যান্ডের সফট বা নরম ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে।

৩.দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করার জন্য এন্টি ব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করলে তার থেকে রক্ত পড়া কমে যেতে পারে। 

৪.দাঁত থেকে রক্ত পড়লে লবঙ্গ তেল ব্যবহার করা যেতে পারে। কারণ  এ তেল দাঁতের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। যার কারণে তার থেকে রক্ত পড়া কমে যেতে পারে।

৫.দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করার জন্য নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। এটা দাঁত পরিষ্কার হয় এবং দাঁত থেকে রক্ত পড়া কমে যেতে পারে।

৬.দাঁত থেকে রক্ত পড়ার অন্যতম কারণ হলো ভিটামিনের অভাব। তাই ভিটামিনের অভাব পূরণ করার জন্য বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল খেতে হবে। এতে করে দাঁত ভালো থাকবে এবং তার থেকে রক্ত পড়া বন্ধ হবে।



দাঁতের মাড়িতে ক্যান্সারের লক্ষণ


দাঁতের মাড়িতে ক্যান্সার হলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। নিচে লক্ষণগুলো দেওয়া হলঃ



দাঁতের মাড়িতে ক্যান্সারের লক্ষণ


১.দাঁতের মাড়িতে দীর্ঘদিন যাবত ক্ষত থাকা।

২.দাঁতের মাড়িতে ফোড়া হওয়া বা সেটি সহজে না ছাড়া।

৩.দাঁতের মাড়ির রং পরিবর্তিত হওয়া। যেমন দাঁতের মাড়ি লাল বা লালচে সাদা দাগ হওয়া।

৪.দাঁতের মাড়ি থেকে রক্তপাত হওয়া।

৫.দাঁতের মাড়ি ফুলে যাওয়া।

৬.দাঁত নড়ে যাওয়া বা দাঁতের মাড়ি আলগা হয়ে যাওয়া।

৭.কানে ব্যথা হওয়া।

৮.ওজন কমে যাওয়া।

৯.খাবার গিলতে সমস্যা হওয়া।

১০.মুখের ভিতর অস্বস্তি বোধ হওয়া।

১১.দাঁত শিরশির করা।



দাঁতের মাড়ি ক্ষয় হয় কেন


দাঁতের ক্ষয় রোগ মানুষের সব থেকে সাধারণ রোগ। এই রোগেই সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়। মূলত মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার মাধ্যমে এই রোগটি বেশি হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে হতে পারে। কারণ দাঁতের মধ্যে থাকা ব্যাকটেরিয়া এসব খাবার খেয়ে বংশবিস্তার করে। যার মাধ্যমে দাঁতে ক্ষয় রোগের সমস্যা বেশি দেখা দেয়।এছাড়াও দাঁতের ক্ষয় রোগের কিছু কারণ নিচে দেওয়া হলঃ

১.প্রতিদিন ব্রাশ না করা।

২.অতিরিক্ত শক্ত ব্রাশ ব্যবহার করা ।

৩.সময় মত ব্রাশ পরিবর্তন না করা।

৪.অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ব্রাশ করা।

৫.নিয়ম অনুযায়ী সঠিক পদ্ধতিতে ব্রাশ না করা।

৬.দাঁত দিয়ে শক্ত কোন জিনিস কামড়ানো বা কাটা।

৭.অতিরিক্ত টক জাতীয় খাবার খাওয়া ।




দাঁতের মাড়ি ক্ষয় রোধে করণীয়


খুব সহজে কিছু ও নিয়ম কানুন মেনে চললে দাঁতের ক্ষয় রোধ প্রতিরোধ করা সম্ভব।

১.মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

২.অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৩.প্রতিদিন অন্তত দুবার ব্রাশ করতে হবে।

৪.দাঁতে যেন কোন ধরনের খাবার লেগে না থাকে তার জন্য খাওয়ার পরপরই মুখ ভালোভাবে ওয়াশ করতে হবে।

৫.নরম ব্রাশ ব্যবহার করতে হবে।

৬.নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস অন্তর ব্রাশ পরিবর্তন করতে হবে।

৭.অতিরিক্ত টক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে ।

৮.আলতোভাবে সঠিক নিয়ম মেনে ব্রাশ করতে হবে।

৯.দাঁত দিয়ে কোন শক্ত জিনিস কামড়ানো বা কাটা থেকে বিরত থাকতে হবে ।

১০.প্রতিদিন ফ্লস করতে হবে।



দাঁতের মাড়ি শক্ত করার উপায়


১.প্রতিদিন ব্রাশ করতে হবে।

২.প্রতিদিন ফ্লস করতে হবে।

৩.দাঁতের মাড়ি শক্ত করে এমন খাবার খেতে হবে। যেমন- দুধের তৈরি যে কোন খাবার প্রোটিন জাতীয় খাবার বাদাম আপেল স্ট্রবেরি পেঁয়াজ রসুন ইত্যাদি।

৪.সব সময় খাবার পরে ভালো করে দাঁত ওয়াশ করতে হবে ।

৫.ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।

৬.অতিরিক্ত শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৭.ভিটামিন ডি বা ফাইবার যুক্ত খাবার খেতে হবে।

৮.নিয়মিত দাঁতের চেকআপ করাতে হবে।



দাঁতের মাড়ি থেকে রক্ত বন্ধ করার ঔষধ


দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে প্রাথমিক পর্যায়ে ঘরোয়া কিছু উপায়ে অবলম্বন করে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করা যেতে পারে। তবে যদি এরপরও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ না হয় তাহলে অবশ্যই একজন দাঁতের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ সময় চিকিৎসক দাঁতের মাড়ির পর্যবেক্ষণ করে অনেক সময় এন্টিবায়োটিক ওষুধ দিতে পারেন।




সর্বোপরি দাঁত আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি অঙ্গ। তাই আমাদের দাঁতের প্রতি যত্নশীল হতে হবে এবং নিয়মিত দাঁতের চেকআপ করাতে হবে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم