Ticker

6/recent/ticker-posts

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হবে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হবে


বর্তমানে বিশ্বে বিনোদনের অন্যতম মাধ্যম হলো ক্রিকেট। বিশ্বের অধিকাংশ মানুষ ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন। ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান আয়োজন করছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই আমাদের আজকের এই পোস্টের আলোচ্য বিষয় হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে।




আমরা আজ এই পোস্টে আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সময়সূচি, চ্যাম্পিয়ন্স ট্রফি কোন কোন দল খেলবে, চ্যাম্পিয়ন্স ট্রফি কত বছর পরপর হয়, চ্যাম্পিয়ন্স ট্রপির আয়োজক কে।




আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হবে



আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ১৯শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের অনুষ্ঠিত হবে।আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হল ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা।



আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হবে




২০২৫ সালের ১৯ শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমি ও পাকিস্তান যৌথ ভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের অনুষ্ঠিত হবে।




চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সময়সূচি




বর্তমান বিশ্বের প্রায় সব মানুষ ক্রিকেট খেলা পছন্দ করেন। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। নিচে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সময়সূচি দেওয়া হলঃ




 
তারিখ


ম্যাচ


বাংলাদেশ সময়


১৯-০২-২০২৫


Pakistan Vs New Zealand


বিকাল ৩ টা


২০-০২-২০২৫


Bangladesh Vs India


বিকাল ৩ টা


২১-০২-২০২৫


Afghanistan Vs South Africa


বিকাল ৩ টা


২২-০২-২০২৫


Australia Vs England


বিকাল ৩ টা


২৩-০২-২০২৫


India Vs Pakistan


বিকাল ৩ টা


২৪-০২-২০২৫


Bangladesh Vs New Zealand


বিকাল ৩ টা


২৫-০২-২০২৫


Australia Vs South Africa


বিকাল ৩ টা


২৬-০২-২০২৫


Afghanistan Vs England


বিকাল ৩ টা


২৭-০২-২০২৫


Bangladesh Vs Pakistan


বিকাল ৩ টা


২৮-০২-২০২৫


Afghanistan Vs Australia


বিকাল ৩ টা


০১-০৩-২০২৫


England Vs South Africa


বিকাল ৩ টা


০২-০৩-২০২৫


India Vs New Zealand


বিকাল ৩ টা


০৪-০৩-২০২৫


TBD Vs TBD


বিকাল ৩ টা


০৫-০৩-২০২৫


TBD Vs TBD


বিকাল ৩ টা


০৯-০৩-২০২৫


TBD Vs TBD


বিকাল ৩ টা




চ্যাম্পিয়ন্স ট্রফি কোন কোন দল খেলবে




আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের শীর্ষস্থানীয় আটটি দেশের জাতীয় দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ২০২৫ সালে যে আটটি দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তে অংশগ্রহণ করবে তার নামের তালিকা নিচে দেওয়া হলঃ


১.বাংলাদেশ 

২.ইন্ডিয়া 

৩.পাকিস্তান 

৪.নিউজিল্যান্ড 

৫.আফগানিস্তান 

৬.অস্ট্রেলিয়া 

৭.সাউথ আফ্রিকা

 ৮.ইংল্যান্ড





চ্যাম্পিয়ন্স ট্রফি কত বছর পরপর হয়




সর্বপ্রথম ১৯৯৮ সালে নকআউট প্রতিযোগিতা নামে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। এরপরে প্রতি দুই বছর পরপর এই প্রতিযোগিতার আয়োজন করা হতো। তবে বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।





চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কে



বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এর আয়োজক পাকিস্তান।চ্যাম্পিয়ন ট্রফি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা আয়োজিত করা হয় এবং ২০২১ সালে আইসিসি পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি এর আয়োজক হিসেবে ঘোষণা দেয়।



চ্যাম্পিয়ন্স ট্রফি কে কতবার নিয়েছে




১৯৯৮ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। নিচে চ্যাম্পিয়নস ট্রফি কে কতবার নিয়েছে তার তালিকা দেওয়া হলোঃ





সাল


চ্যাম্পিয়ন  দলের নাম


১৯৯৮


               দক্ষিণ আফ্রিকা (South Africa)


২০০০


               নিউজিল্যান্ড (New Zealand)


২০০২


               শ্রীলঙ্কা (Sri Lanka) ভারত (India)


২০০৪


               ওয়েস্ট ইন্ডিজ (West Indies)


২০০৬


               অস্ট্রেলিয়া (Australia)


২০০৯


                অস্ট্রেলিয়া (Australia)


২০১৩


                 ভারত (India)


২০১৭


                 পাকিস্তান (Pakistan)





সর্বোপরি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে এবং কোন কোন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Post a Comment

0 Comments