নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত
সিলিন্ডার গ্যাস দৈনন্দিন জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে সব থেকে বেশি সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়।তবে বর্তমান বাজারে সিলিন্ডার গ্যাসের উর্ধ্বগতি দামের কারণে অনেকেরই ভোগান্তিতে পড়তে হয়।তাই আমাদের আজকের এই পোষ্টের আলোচ্য বিষয় হলো নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত?
তাই আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত, গ্যাস সিলিন্ডারের দাম কত ২০২৫, কোন গ্যাস সিলিন্ডার সবথেকে ভালো,সরকারি এলপি গ্যাস এর নাম,গ্যাস কোম্পানির তালিকা।
গ্যাস কোম্পানির তালিকা
বাজারে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। নিচে কয়েকটি কোম্পানির গ্যাস সিলিন্ডারের নাম দেওয়া হলঃ
- বসুন্ধরা গ্যাস
- এল পি গ্যাস লিঃ
- ওমারা গ্যাস
- জি গ্যাস
- টোটাল গ্যাস
- নাভানা গ্যাস
- বেক্সিমকো গ্যাস
- ওরিয়ন গ্যাস
- পেট্রোম্যাক্স গ্যাস
- ফ্রেশ গ্যাস
নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত
বর্তমান বাজারে কোম্পানি ভেদে গ্যাস সিলিন্ডারের দাম এক এক রকম। নিচে কয়েকটি কোম্পানির নাম ও মূল্য বা বর্তমান দাম দেওয়া হলঃ
গ্যাস সিলিন্ডারের নাম |
মূল্য তালিকা |
||
---|---|---|---|
বসুন্ধরা গ্যাস সিলিন্ডার (১২ কেজি) |
১৫৫০-১৬০০ |
||
এল পি গ্যাস লি: সিলিন্ডার(১২ কেজি) |
১৪৫০-১৫০০ |
||
ওমেরা গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
১৫০০-১৫৫০ |
||
জি গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
১৪২০-১৪৫০ |
||
টোটাল গ্যাস সিলিন্ডার (১২ কেজি) |
১৪৫০-১৫০০ |
||
নাভানা গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
১৪৫০-১৫০০ |
||
বেক্সিমকো গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
|
||
ওরিয়ন গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
|
||
পেট্রোম্যাক্স গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
১৩০০-১৩৫০ |
||
ফ্রেশ গ্যাস সিলিন্ডার(১২ কেজি) |
১৫০০-১৫৫০ |
||
যমুনা গ্যাস সিলিন্ডার(১২ কেজি) | ১৫০০-১৫৫০ |
কোন গ্যাস সিলিন্ডার সবথেকে ভালো
বর্তমান বাজারে প্রায় ৩০ টি এর মত কোম্পানির এলপি গ্যাস পাওয়া যায়। এর যদি সঠিকভাবে ব্যবহার করার নিয়ম জানা থাকে। তাহলে প্রত্যেকটা কোম্পানির গ্যাস ভালো মানের। তবে এর মধ্যে সবথেকে বেশি বসুন্ধরা, ওমেরা বা এলপি গ্যাস বেশি ব্যবহৃত হয়।
সরকারি এলপি গ্যাস এর নাম
বাজারে সরকারি ভাবেও এলপি গ্যাস পাওয়া যায়। তবে এই এলপি গ্যাস কম ব্যবহার করা হয়। সরকারিভাবে এলপি গ্যাসের দাম ৭০০ থেকে ৭৫০ টাকা।
গ্যাস সিলিন্ডারের দাম কত ২০২৫
২০২৫ সালে জানুয়ারি মাসে সব ধরনের এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে যে মূল্যে এলপি গ্যাস বিক্রয় করা হতো। সেই একই মূল্যে জানুয়ারি মাসেও এলপি গ্যাস বিক্রয় করা হবে। প্রতি ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৪৫০ টাকা থেকে ১৫০০ টাকা ।
গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম
বর্তমানে প্রায় ৬০ ভাগ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অনেকেরই মৃত্যু ঘটছে। তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারের আগে এর নিয়ম জেনে নেওয়া উচিত। নিচে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম দেওয়া হলঃ
১.প্রাথমিক পর্যায়ে সিলিন্ডারের সেফটি ক্যাপ, পাইপ রাবারের রিং, রেগুলার বা কোম্পানির সিল সঠিকভাবে লাগানো আছে কিনা সেটা খেয়াল করতে হবে।
২.গ্যাস সিলিন্ডার সবসময় সমতল ভূমিতে রাখতে হবে।
৩.গ্যাসের চুলা গ্যাস সিলিন্ডার থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উঁচু করে রাখতে হবে।
৪.সিলিন্ডার থেকে গ্যাসের চুলা পর্যন্ত দুই থেকে তিন ফিট লম্বা পাইপ দিতে হবে।
৫.গ্যাসের সিলিন্ডার কোন বদ্ধ জায়গায় রাখা যাবে না।
৬.গ্যাসের চুলা খোলামেলা জায়গায় রাখতে হবে।
৭.কিছুদিন পর পর সিলিন্ডারের রেগুলেটর পাইপ বা সেফটি ক্যাপ চেক করতে হবে।
৮.প্রতিবছরে একবার গ্যাসের সিলিন্ডার, পাইপ, রেগুলেটর, সেফটি ক্যাপ, পাইপ রাবারের রিং পাল্টাতে হবে।
৯.গ্যাসের চুলা বা গ্যাসের সিলিন্ডারের পাশে কোন দাহ্য পদার্থ বা বিস্ফোরক পদার্থ রাখা যাবে না।
উপরোক্ত নিয়মগুলো মেনে চললে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরক হওয়া থেকে বিরত থাকা যায়। তাই আমাদের গ্যাসের চুলা বা গ্যাস সিলিন্ডার ব্যবহার করার আগে অবশ্যই উপরে নিয়মগুলো মেনে ব্যবহার করতে হবে।
সর্বপরি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে ২০২৫ সালে গ্যাস সিলিন্ডারের দাম এবং গ্যাস সিলিন্ডার সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন।